বিমানসেনা পদে চাকরি, ন্যূনতম যোগ্যতা এসএসসি        চাকরি চাই ডেস্ক          নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী।বিমানসেনা  পদে দেশের সবকটি জেলা থেকে নিয়োগ দেওয়া হবে।পদটির আওতায় টেকনিক্যাল ট্রেড,  নন-টেকনিক্যাল, প্রোভোস্ট ও জিসি ট্রেড, মিউজিক, সাইফার অ্যাসিস্ট্যান্ট ও  শিক্ষা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু বাংলাদেশি  পুরুষেরা আবেদন করতে পারবেন।  শিক্ষাগত যোগ্যতা   জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৩.৫০ পেয়ে  এসএসসি পাস  প্রার্থীরা আবেদন করতে পারবেন টেকনিক্যাল শাখায়।নন-টেকনিক্যাল, প্রোভোস্ট  শাখায় আবেদনের জন্য যেকোনো বিষয় থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে এসএসসি পাস  করতে হবে।মিউজিক শাখায় আবেদন করতে পারবেন যেকোনো বিষয় থেকে ন্যূনতম জিপিএ  ২.৫০ পেয়ে এসএসসি পাস প্রার্থীরা। সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য  কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং  বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা বা সমমান ফল অথবা  দ্বিতীয় শ্রেণির স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বিএ বা  বিএসএস পরীক্ষা...
 
Comments
Post a Comment