মোবাইল SMS এর মাধ্যমে এবং অনলাইনে HSC পরীক্ষা ২০১৭ এর ফলাফল জানার পদ্ধতি

মোবাইল SMS এর মাধ্যমে এবং অনলাইনে HSC পরীক্ষা ২০১৭ এর ফলাফল জানার পদ্ধতি

0Ads by Techtunes - tAds PORTABLE TRIPOD WITH MOBILE MOUNT – 3110 | GadgetBangla.Com
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের সামনে দারুণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। এইবার যারা HSC  পরীক্ষা দিয়েছেন তারা আজকের জন্য অনেক আসা করে বসে আছেন। কারণ  আজকেই তাদের দুই বছরের সাধনার ফলাফল মানে পরিক্ষার ফলাফল পাওয়া যাবে। পরীক্ষার্থীরা ফলাফল যাথা সময়ে জানতে না পেরে হতাস হয়ে পরেন। অনেক পরিক্ষার্থী আছে যারা জানেনা HSC পরীক্ষার ফলাফল কিভাবে জানতে পারবে তারা। তাই আমি এই টিউনটি করলাম। আশা করি এই টিউনটি সবার উপকারে আসবে।
HSC পরীক্ষার ফলাফল আপনি জানতে পারবেন দুইভাবে অনলাইনে ইন্টারনেটের মাধমে এবং মোবাইল SMS এর মাধ্যমে। আমি আপনাদের এই টিউনের মাধ্যমে দুটি পদ্ধতিই দেখাব। অনলাইনে ফলাফল দেখাই ভালো কিন্তু মাঝে মাঝে অনলাইনে সার্ভার সমস্যা থাকে তাই মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল দেখতে হয়। চলুন শুরু করি।

অনলাইনে HSC পরীক্ষা ২০১৭ এর ফলাফল জানার পদ্ধতি

এটি খুব জনপ্রীয় পদ্ধতি। ইন্টারনেটে অনেক ওয়েসাইট পাবেন যেখান থেকে আপনি আপনার HSC পরীক্ষা ২০১৭ এর ফলাফল জানতে পারবেন। তবে আমি মনে করি সবচাইতে ভালো এটাই হবে যে আপনি অফিসিয়াল সাইট     http://www.educationboardresults.gov.bd থেকে HSC পরিক্ষা ২০১৭ এর ফলাফল জানতে পারবেন। এবং এই অফিসিয়াল সাইটেই আপনি ফলাফল প্রকাশের সময় জনতে পারবেন। যেদিন ফলাফল প্রকাশ হয় সেদিন প্রচুর ভিজিটর ঢুকে এই সাইটে তাই এরর দেখাতে পারে তবে আপনি চেষ্টা করতে থাকুন। যখন সঠিক পেজটি আসবে সেখানে সঠিক তথ্য দিন আর পেয়ে যাবেন ফলাফল।

মোবাইল SMS এর মাধ্যমে HSC পরীক্ষা ২০১৭ এর ফলাফল জানার পদ্ধতি

বাংলাদেশে এটি HSC পরীক্ষা ২০১৭ এর ফলাফল জানার সহজ একটি পদ্ধতি। আপনি মোবাইল SMS এর মাধ্যমেই আপনার HSC পরীক্ষা ২০১৭ এর ফলাফল জানতে পারবেন। এই কাজের জন্য আপনার প্রয়োজন হবে একটি সচল মোবাইল ফোন এবং একটি সচল সিম-কার্ড (টেলিটক হলে বেশি ভালো হয়)। প্রথমে আপনাকে যেতে হবে মেসেজ অপশনে এবং মেসেজ লিখতে হবে এইভাবে HSC/Alim বোর্ডের নামের প্রথম ৩অক্ষর Roll Number 2017  এবং পাঠাতে হবে 16222 নাম্বারে। উদাহরণ নিচে দেয়া হলঃ
Alim Mad 9876543 2017 send to 16222
HSC DHA 9876543 2017 send to 16222
HSC Tec 9876543 2017 send to 16222
ফিরতি মেসেজে আপনি আপনার ফলাফল জানতে পারবেন। তবে মনে রাখবেন আপনাকে অবশ্যই সঠিক তথ্য দিতে হবে তা নাহলে ফলাফল জানতে পারবেন না।

Comments

Popular posts from this blog

All Public University admission test information 2017-18 Bangladesh

NU Honours 4th Year Routine 2017 [Session 2012-13]

HSC Board Challenge Result 2017 Check by SMS: RSC